শনিবার উত্তরাখণ্ড সরকার সিদ্ধান্ত নেয় আগুন নেভানোর জন্য বিমানবাহিনীর হেলিকপ্টারকে কাজে লাগানো হবে। সেইমতো আজ (রোববার) সকালে তিন হাজার লিটার ধারণ ক্ষমতাসম্পন্ন পানির ট্যাঙ্ক নিয়ে দুটি হেলিকপ্টার আকাশ থেকে পানি ছিটিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেছে।
একটি সূত্রে প্রকাশ, ওই এলাকায় শ্বাসকষ্ট, চোখ জ্বালা করা এবং বিশেষ করে হাঁপানি রোগীরা সমস্যায় পড়েছেন। তাছাড়া গাছপালা এবং পশু-পাখিসহ জঙ্গলের নিকটবর্তী ৮০০ গ্রাম প্রবল ঝুঁকির মধ্যে পড়েছে।
উত্তরাখণ্ডে এখন প্রেসিডেন্ট শাসন চলায় সেখানকার গভর্নর কে কে পলের কাছ থেকে পরিস্থিতি সম্পর্কে অবগত হয়ে তাকে যাবতীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। প্রধানমন্ত্রীর দফতর থেকেও ভয়াবহ আগুন সম্পর্কে গভর্নরের কাছে রিপোর্ট চাওয়া হয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে এ ঘটনায় উচ্চ সতর্কতা জারি করা হয়েছে।
চলতি বছরের ২ ফেব্রুয়ারি থেকে জঙ্গলে আগুন লাগার ঘটনা শুরু হলে এ পর্যন্ত ১১০০ টি দাবানলের ঘটনা ঘটেছে। এতে ভিন্ন ভিন্ন ঘটনায় ৩ মহিলা ১ টি শিশুসহ ৭ জনের মৃত্যু হয়েছে এবং বেশ কিছু পশু প্রাণ হারিয়েছে।#
এমএএইচ/এআর/১