ভারতের পশ্চিমবঙ্গের মালদায় বোমা বিস্ফোরণে ৪ তৃণমূল কর্মী নিহত এবং অপর ৬ জন আহত হয়েছে। রোববার দিনগত রাত দেড়টার দিকে মালদা জেলার বৈষ্ণব নগরের জৈনপুর গ্রামে হতাহতের এই ঘটনা ঘটে। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন পর্বের মধ্যে বোমা বিস্ফোরণে একসঙ্গে এত মানুষ হতাহতের ঘটনায় রাজনৈতিক মহলে উত্তাপ সৃষ্টি হয়েছে। আগামী ৫ মে রাজ্যে শেষ দফার নির্বাচন অনুষ্ঠিত হবে।
পুলিশ বলছে, গভীর রাতে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ ঘটেছে। এতে তৃণমূল পঞ্চায়েত সদস্য কালাম শেখ এবং তৃণমূল কর্মী ইসরাইল শেখ, শুকু শেখ এবং শিমু শেখের মৃত্যু হয়। নিহতদের বয়স ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে। নিহতদের লাশ উদ্ধার করে পুলিশ ময়না তদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। তৃণমূলের জেলা প্রেসিডেন্ট মুয়াজ্জেম হোসেন বলেন, নিহত এবং আহতরা তাদের সমর্থক।
আজ (সোমবার) সকালে সংবাদ সংস্থা এএনআই জানায় পশ্চিমবঙ্গের মালদা জেলার জৈনপুরে বোমা বিস্ফোরণে ৪ জন নিহত এবং ৩ জন আহত হয়েছে।
মালদার পুলিশ সুপার সৈয়েদ ওয়াকার রাজা বলেন, বাংলাদেশ সীমান্ত লাগোয়া এক এলাকায় রাত ১টা নাগাদ গিয়াসু শেখ নামে এক ব্যক্তির বাড়িতে বোমা তৈরির সময় এই ঘটনা ঘটে। ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়। অভিযুক্ত গিয়াসু শেখ পালিয়ে গেছে। এ ঘটনায় ‘স্থানীয় দুর্বৃত্তরা’ জড়িত রয়েছে বলেও তিনি জানান।
এদিকে, অন্য একটি খবরে প্রকাশ, কংগ্রেসকে ভোট না দেয়ার জন্য এ ধরণের ঘটনা ঘটানো হয়েছে। মালদা জেলা কংগ্রেসের মহাসচিব নরেন্দ্র নাথ তিওয়ারি অবশ্য এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তিনি বলেছেন, এটা কংগ্রেসের বদনাম করার জন্য ষড়যন্ত্র। পুলিশ এ ব্যাপারে তদন্ত শুরু করেছে। #
এমএএইচ/এআর/২