রেডিও তেহরানের অনলাইন পাঠকদের জন্য ‘অনলাইন কুইজ-১৭’ প্রকাশ করা হলো। ১৭তম পর্বের কুইজের উত্তর পাঠানোর শেষ তারিখ ২৫ অক্টোবর। উত্তরপত্রে প্রতিযোগীর নাম-পূর্ণ ঠিকানা এবং টেলিফোন/মোবাইল নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে। এক্ষেত্রে,একটি ই-মেইল থেকে একাধিক উত্তর পাঠানো যাবে না।
উত্তর পাঠানোর ঠিকানা এই ইমেইল ঠিকানাটি spambots থেকে রক্ষা করা হচ্ছে। এটি দেখতে হলে আপনার জাভা স্ক্রিপ্ট সক্রিয় থাকতে হবে।
সঠিক উত্তরদাতাদের সবার নাম ওয়েবসাইটে প্রকাশ করা হবে। আর একজনকে লটারির মাধ্যমে বিজয়ী ঘোষণা করা হবে।
প্রশ্ন ১: সম্প্রতি আমেরিকার পক্ষ থেকে ইরানকে ফেরত দেয়া শিল্পকর্মটির নাম কি?
প্রশ্ন ২: কত বছর পর ইরান ও ফ্রান্সের প্রেসিডেন্ট পর্যায়ে বৈঠক হয়েছে এবং তা কোথায় হয়েছে?
প্রশ্ন ৩: ১৯৮০’র দশকে লিবিয়ায় নিখোঁজ লেবাননের বিশিষ্ট শিয়া আলেমের নাম কি?
প্রশ্ন ৪: নিউ ইয়র্কে জাতিসংঘে সাধারণ পরিষদের কততম অধিবেশন অনুষ্ঠিত হল?
প্রশ্ন ৫: আমেরিকা এফ-১৬ জঙ্গি বিমানগুলোকে ড্রোনে পরিণত করে কি নাম দিয়েছে?
(কুইজের উত্তরগুলো রেডিও তেহরানের ওয়েবসাইটে সার্চ করলেই পাওয়া যাবে।)