রেডিও তেহরানের অনলাইন পাঠকদের জন্য 'অনলাইন কুইজ প্রতিযোগিতা-২২' ঘোষণা করা হলো। এ পর্বের উত্তর পাঠানোর শেষ তারিখ ২০ মে-২০১৪। উত্তরপত্রে প্রতিযোগীর নাম-পূর্ণ ঠিকানা এবং টেলিফোন/মোবাইল নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে। এক্ষেত্রে,একটি ই-মেইল থেকে একাধিক উত্তর পাঠানো যাবে না। আর ই-মেইলের সাবজেন্টের ঘরে 'অনলাইন কুইজ প্রতিযোগিতা-২২' কথাটি লিখতে হবে।
ইমেইলে উত্তর পাঠানোর ঠিকানা:
এই ইমেইল ঠিকানাটি spambots থেকে রক্ষা করা হচ্ছে। এটি দেখতে হলে আপনার জাভা স্ক্রিপ্ট সক্রিয় থাকতে হবে।
সঠিক উত্তরদাতাদের সবার নাম ওয়েবসাইটে প্রকাশ করা হবে। আর একজনকে লটারির মাধ্যমে বিজয়ী ঘোষণা করা হবে।
প্রশ্নমালা:
১. ইরানের নৌবাহিনীর যুদ্ধজাহাজ এবং উপকূলীয় প্রতিরক্ষায় ব্যবহৃত জাহাজগুলোতে সম্প্রতি দেশে তৈরি অত্যাধুনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র বসানো হয়েছে। ক্ষেপণাস্ত্রটির নাম কি?
২. গুপ্তচরবৃত্তির মাধ্যমে গোটা বিশ্বকে দখল করেছে আমেরিকা। একথা কে বলেছেন?
৩. রংধনু আসরে প্রচারিত 'আসমানী ফয়সালা' গল্পটি কাদের জীবন থেকে নেয়া হয়েছে?
৪. ইরাকের বিচার মন্ত্রণালয় কবে কুখ্যাত আবু গারিব কারাগার বন্ধ করে দেয়?
৫. সম্প্রতি কারা সিরিয়ায় বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা.)'র বিশিষ্ট সাহাবি হযরত ওয়াইস কারনির পবিত্র মাজারে হামলা চালিয়ে ওই স্থাপনার মিনারগুলো ধ্বংস করে দিয়েছে?
(কুইজের উত্তরগুলো রেডিও তেহরানের ওয়েবসাইটে সার্চ করলেই পাওয়া যাবে।)