১২ সেপ্টেম্বর (রেডিও তেহরান): ইরানের পাঁচজন নাট্য নির্দেশক এস্তোনিয়ার রাজধানী শহর তাল্লিনে ধারাবাহিক কর্মশালা আয়োজনের পরিকল্পনা গ্রহণ করেছেন। এস্তোনিয়ার বিখ্যাত সামাজিক সংস্থা এনজিও মনডো’তে এই কর্মশালার আয়োজন করা হবে বলে প্রেস টিভি জানিয়েছে।
ইরানি থিয়েটারের কলাকৌশল উপস্থাপনার জন্য ওই কর্মশালায় যাচ্ছেন আতিলা পেসিয়ানি, মাহিন সাদরি, হামিদ পুরআজারি, রেজা গৌরন এবং হুমায়ুন গানিজাদেহ। এই পাঁচ নির্দেশকের সাথে ইরানি দুই নাট্য অভিনেতা ভিশকা অসা’য়েশ এবং মোহসেন আবুল হাসানিও যাচ্ছেন।
কর্মশালায় বহু নাট্যদল নাট্ক মঞ্চায়ন করবে। বিচারকদের দৃষ্টিতে যে দলের নাটকটি শ্রেষ্ঠ বলে নির্বাচিত হবে ওই নাটকটি কর্মশালার শেষ দিন এনজিও মনডো’তে প্রদর্শন করা হবে।
ইরানি মঞ্চনাট্য নির্দেশক হুমায়ুন গানিজাদেহ বলেছেন এস্তোনিয় মঞ্চ নাটকের সাথে ইরানি মঞ্চ নাটকের কারিগরি এবং কৌশলগত অনেক পার্থক্য রয়েছে।
মঞ্চ নাটকের ক্ষেত্রে এগিয়ে থাকা ইরানি নির্দেশকদের কাছ থেকে অভিজ্ঞতা অর্জন এবং তাদের আইডিয়াকে কাজে লাগিয়ে এস্তোনিয় মঞ্চ নাটককে সমৃদ্ধ করাই এই কর্মশালার উদ্দেশ্য বলে হুমায়ুন গানিজাদেহ মন্তব্য করেছেন। তিনি বলেন,বিশেষ করে মঞ্চনাটকের রিহার্সেল চলার সময় ইরানি নির্দশকদের কাছ থেকে সরাসরি অভিনয় এবং নির্দেশনার বহু দিক সম্পর্কে জানার সুযোগ হবে এই কর্মশালার মাধ্যমে।
২০০৭ সালে প্রতিষ্ঠিত এনজিও মনডো একটি অলাভজনক প্রতিষ্ঠান। এস্তোনিয়ায় ইউনেস্কোর সমন্বয়কারী হিসেবে এই প্রতিষ্ঠানটি বেশ কিছু মানবিক কল্যাণমূলক কর্মসূচি নিয়ে কাজ করছে। এনজিও মনডো’র স্কুল প্রজেক্ট নেটওয়ার্কের আওতায় রয়েছে বিশ্ব শিক্ষা প্রকল্প, গণশিক্ষা কার্যক্রম এবং মানবিক সাহায্য ও সহযোগিতা উন্নয়নমূলক বিভিন্ন কর্মসূচি।#
রেডিও তেহরান/এনএম/১২