১৪ সেপ্টেম্বর ( রেডিও তেহরান): ইরানি চলচ্চিত্র নির্মাতা সালেম সালাভাতি’র প্রামাণ্য চলচ্চিত্র ‘দ্য লাস্ট উইন্টার’ ১০ম কাজান ফিল্ম ফেস্টিভালে শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছে।
গত শুক্রবার ১২ সেপ্টেম্বরে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালকের পুরস্কার গ্রহণ করেন জনাব সালাভাতি।
৭৭ মিনিট দীর্ঘ এই ডকুমেন্টারিতে রূপকের আশ্রয়ে দেখানো হয়েছে এমন কিছু পরিবারকে যারা একসময় তাদের জীবনযাপন পদ্ধতিতে পরিবর্তন আনতে পারছিল না।
ইরানি কুর্দিদের জীবনযাপন, তাদের সংস্কৃতি ও জীবন বাস্তবতাকে শান্ত ও শীতের আবহে ফুটিয়ে তোলা হয়েছে। জনাব সালাভাতি ইতোপূর্বে একটি শর্ট ফিল্ম তৈরি করেছিলেন স্নোয়ি ড্রিমস নামে। ‘দ্য লাস্ট উইন্টার’ সেই ফিল্মটিরই পরিবর্ধিত সংস্করণ।
‘সংলাপের সংস্কৃতির মাধ্যমে সংস্কৃতির সংলাপ’ শ্লোগানকে সামনে রেখে ৫ থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত কাজান আন্তর্জাতিক মুসলিম চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হয় তাতরিস্তানের রাজধানী শহর কাজানে।#
রেডিও তেহরান/এনএম/১৪