ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, ইয়েমেনে সৌদি আরবের হত্যাকাণ্ড ও ধ্বংসের বিষয়ে ইরান নিশ্চুপ থাকবে না। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর সঙ্গে মুসলিম দেশগুলোর রাষ্ট্রদূতদের সাক্ষাৎ অনুষ্ঠানে দেয়া ভাষণে এ কথা বলেন তিনি। অনুষ্ঠানে ইরানি কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
প্রেসিডেন্ট রুহানি প্রশ্ন রেখে বলেন, নিজেদেরকে পবিত্র কাবা ঘরের কথিত খাদেম হিসেবে দাবিদাররা যখন ইয়েমেনের জনগণের বিরুদ্ধে প্রতিদিনই বর্বরোচিত বোমা হামলা করছে তখন ইরান কি করে চুপ থাকবে?
গত বছরের ২৬ মার্চ থেকে ইয়েমেনে একতরফা হামলা শুরু করেছে সৌদি আরব। এতে এখন পর্যন্ত নয় হাজারের বেশি নিরীহ মানুষ নিহত এবং অন্তত ১৬ হাজার আহত হয়েছে। এ ছাড়া দেশটির অবকাঠামো মারাত্মকভাবে ধ্বংস করে দেয়া হয়েছে।
অবশ্য গত এক বছরের বেশি সময় ধরে প্রচণ্ড হামলা চালিয়েও ইয়েমেনের সেনাবাহিনী ও জনপ্রিয় হুথি আন্দোলনের সমন্বিত প্রতিরোধের মুখে নিজ পরিকল্পনা বাস্তবায়ন করতে পারে নি সৌদি আরব। রিয়াদকে এ হামলার চড়া মূল্য দিতে হচ্ছে।#
মূসা রেজা/৬