২০১৪ সালের ডিসেম্বর মাসে পেশোয়ার শহরের আর্মি পাবলিক স্কুলে উগ্র তালেবান সন্ত্রাসীদের হামলায় অন্তত ১৪০ জন নিহত হওয়ার পর পাক সামরিক বাহিনী জারবে আজব শুরু করে। এ অভিযানে শত শত সন্ত্রাসী নিহত ও তাদের অবস্থান ধ্বংস হয়েছে।
অভিযানের মুখে ওয়াজিরিস্তান থেকে সন্ত্রাসীরা নির্মূল হলেও কৌশলগত শাওয়াল উপত্যকার দিকে বহু সন্ত্রাসী পালিয়ে যায়। তারা পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে চলাচলের ক্ষেত্রে শাওয়াল উপত্যকাকে দীর্ঘদিন ধরে ব্যবহার করে আসছিল। এছাড়া, পাকিস্তান ও আফগানিস্তানে হামলা চালানোর ক্ষেত্রে শাওয়ালের ভূখণ্ডকে তারা ব্যবহার করে থাকে। এ কারণে পাক বাহিনী সর্বশেষ পর্যায়ে শাওয়াল উপত্যকায় বড় ধরনের অভিযান চালায় এবং এতে অন্তত ২৫০ সন্ত্রাসী নিহত ও ৮০০ বর্গকিলোমিটার এলাকা মুক্ত হয়েছে।
এদিকে, পুরো দেশ থেকে সন্ত্রাসী নির্মূল করতে কম্বিং অপপারেশনের নির্দেশ দিয়েছেন সেনাপ্রধান জেনারেল রাহিল শরীফ। গতকাল তিনি শাওয়াল এলাকা পরিদর্শনের সময় এ নির্দেশ দেন। তিনি বলেন, পার্বত্য এলাকার উপজাতি লোকজনের বাইরেও যারা সন্ত্রাসীদেরকে মদদ দেয় তাদের সঙ্গে তালেবানের যোগাযোগ ভেঙে দিতে হবে।#
সিরাজুল ইসলাম/১৯