পাকিস্তানের বন্দর নগরী করাচি এবং বেলুচিস্তান প্রদেশে ভারতীয় গোয়েন্দা সংস্থার তৎপরতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইসলামাবাদ। নয়াদিল্লিতে 'হার্ট অব এশিয়া' সম্মেলনের অবকাশে ভারতের পররাষ্ট্র সচিব এস জয়শংকরের সঙ্গে বৈঠকে এ উদ্বেগের কথা জানান পাকিস্তানের পররাষ্ট্র সচিব এজাজ আহমেদ চৌধুরী।
ভারতের পাঠানকোট বিমান ঘাঁটিতে সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে পাক-ভারত শান্তি প্রক্রিয়া অচল হয়ে পড়ার পর এই প্রথম দেশ দু’টির মধ্যে আনুষ্ঠানিক বৈঠক হলো। এছাড়া, প্রথমবারের মতো ভারতীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং বা ‘র’ এর নাশকতামূলক তৎপরতার বিষয়টি আনুষ্ঠানিকভাবে উত্থাপন করল ইসলামাবাদ।
ভারতীয় নৌবাহিনীর কর্মকর্তা কুলভূষণ যাদব গত মাসে পাকিস্তানে গ্রেফতার হওয়ার পর নাশকতামূলক তৎপরতার বিষয়টি আনুষ্ঠানিকভাবে দিল্লিকে জানানো হলো। এর আগে আটক যাদবের ভিডিও ফুটেজ প্রকাশ করেছে পাকিস্তান। এ ফুটেজে বেলুচিস্তান ও করাচিতে কথিত অস্থিতিশীলতা সৃষ্টির কথা ‘স্বীকার’ করেছেন যাদব।
অবশ্য দিল্লিতে পাক-ভারত পররাষ্ট্র সচিবদের দেড় ঘণ্টার বৈঠক দু’দেশের মধ্যে অচল হয়ে পড়া দ্বিপাক্ষিক আলোচনার বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি সৃষ্টি করতে পারে নি। বৈঠক নিয়ে যৌথ বিবৃতির বদলে দেশ দু’টি আলাদা আলাদা বিবৃতি দিয়েছে।
পাকিস্তানের বিবৃতিতে কাশ্মিরসহ অমীমাংসিত সব বিষয়ে দ্বিপাক্ষিক আলোচনা শুরুর জন্য ভারতের প্রতি আহ্বান জানানো হয়। কিন্তু ভারতীয় বিবৃতিতে বলা হয়, দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে সন্ত্রাসবাদের প্রভাব পাকিস্তান অস্বীকার করতে পারে না।
এদিকে পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হয়, বারবার অনুরোধ করা সত্ত্বেও ২০০৭ সালে 'সমঝোতা এক্সপ্রেসে' বিস্ফোরণের তদন্তের বিষয়ে ইসলামাবাদকে কিছুই জানানো হয় নি। এ বিস্ফোরণের ঘটনায় ৪২ পাকিস্তানি নিহত হয়েছিল।#
মূসা রেজা/সিরাজুল ইসলাম/২৭