রোমানিয়ার বুখারেস্ট বিশ্ববিদ্যালয়ে ন্যাটোর উপ মহাসচিব আলেকজান্ডার ভার্সবাউ মঙ্গলবার বক্তব্য রাখার সময় বলেন, “পূর্ব ইউরোপে ন্যাটো জোট অনেক ধরনের জটিল হুমকির মুখে রয়েছে। এ হুমকি রাশিয়ার পক্ষ থেকে আসছে; এছাড়া মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার ঘটনাবলী অস্থিরতার জোয়ার সৃষ্টি করেছে।”
আলেকজান্ডার ভার্সবাউ আরো বলেন, “আমরা সাইবার নিরাপত্তা নিয়েও মারাত্মক হুমকির মুখে রয়েছি। পাশাপাশি জ্বালানি তেলের সরবরাহ এবং ন্যাটো দেশগুলোর জনগণের নিরাপত্তার বিষয়ে আন্তর্জাতিক সন্ত্রাসবাদ বড় ঝুঁকি হয়ে উঠেছে।” তিনি বলেন, এসব ঝুঁকি মোকাবেলায় ন্যাটো জোট সব ধরনের চেষ্টা চালাচ্ছে। ন্যাটোভুক্ত দেশগুলোর নিরাপত্তা রক্ষার জন্য এ জোট প্রয়োজনীয় সবকিছুই করবে ঘোষণা দেন ভার্সবাউ।#
সিরাজুল ইসলাম/২৭