তথ্য স্বাধীনতা আইনের আওতায় প্রকাশ করা পরিসংখ্যানে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, “২০১৪ সাল থেকে ২০১৬ সালের মার্চ পর্যন্ত সময়ে রাজকীয় ব্রিটিশ বিমান বাহিনীর হামলায় ইরাকে ৯৭৪ জন ও সিরিয়ায় ২২ সন্ত্রাসী নিহত হয়েছে।” এ পরিসংখ্যানে বলা হয়েছে, ব্রিটিশ বাহিনীর হামলায় একজন বেসামরিক মানুষও নিহত হয় নি।
এদিকে, “এয়ার ওয়ার্স” নামে একটি সংগঠনের পরিচালক ক্রিস উডস ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এ দাবিকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন। সংগঠনটি আন্তর্জাতিক বিমান হামলার বিষয়টি পর্যবেক্ষণ করে থাকে।#
সিরাজুল ইসলাম/১