পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ আবারো বলেছেন, পানামা পেপার্স কেলেঙ্কারির ঘটনা নিয়ে প্রস্তাবিত তদন্তে তার পরিববারের জড়িত থাকার বিষয়টি প্রমাণিত হলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন। একইসঙ্গে, এ ঘটনা নিয়ে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোর রাজপথে আন্দোলনের চেষ্টার কঠোর সমালোচনা করেছেন তিনি।
পাকিস্তান তেহরিকে ইনসাফের নেতা ইমরান খান ক্ষমতার রাজনীতিতে বিশ্বাস করেন বলে উল্লেখ করেন নওয়াজ শরীফ। প্রস্তাবিত বিচার বিভাগীয় কমিশনের তদন্ত শেষ করা পর্যন্ত তাকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, তদন্তে দোষী প্রমাণিত হলে ক্ষমতা ছেড়ে দেব। খাইবার পাকতুনখোয়ার বান্নু জেলার একজন সমাবেশে এসব কথা বলেন তিনি। পাকিস্তানের এ প্রদেশে ক্ষমতায় রয়েছে পিটিআই।
পানামা পেপার্সকে কেন্দ্র করে নওয়াজের সবচেয়ে জোর ইস্তফার দাবি জানিয়ে আসছেন পাকিস্তানের সাবেক ক্রিকেট তারকা ইমরান খান।#
মূসা রেজা/৪