পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে দেশটির সেনাবাহিনীর সঙ্গে সম্পর্ক উন্নয়নের পরামর্শ দেয়া হয়েছে। ক্ষমতাসীন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ বা পিএমএল-এন’র প্রবীণ নেতারা নওয়াজকে এ পরামর্শ দিয়েছেন বলে আজ (শনিবার) দেশটির একটি ইংরেজি দৈনিক জানিয়েছে।
এ ছাড়া, পাক সেনাবাহিনীর সঙ্গে সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এর্দোগানের নীতি অনুসরণ না করার পরামর্শও দিয়েছেন ক্ষমতাসীন দলের শীর্ষ পর্যায়ের নেতারা।
সেনাবাহিনীর বিষয় নিয়ে বেশি ঘাটাঘাটি করা হলে বর্তমান সরকারের জন্য অনেক সমস্যা সৃষ্টি হবে বলে নওয়াজকে দলীয় পর্যায় থেকে সতর্ক করে দেয়া হয়। এ ছাড়া ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে পাক সেনাবাহিনীর দৃষ্টিভঙ্গি বিবেচনা করার পরামর্শও দেয়া হয়েছে। এ সংক্রান্ত বিষয়ে সেনাবাহিনীর বিপরীতে অবস্থান গ্রহণের প্রয়োজন নেই বলে মনে করেন পিএমএল-এন’র শীর্ষ নেতারা।#
মূসা রেজা/৭