পাকিস্তানের সীমান্তের ভেতর থেকে আফগানিস্তানের সীমান্ত রক্ষী বাহিনী এবিএফ’র এক সদস্যকে বিস্ফোরকসহ আটক করা হয়েছে। বেলুচিস্তান প্রদেশের পিশিন জেলার একটি বাজারে গতকাল পাক নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়ে এবিএফ সদস্যকে আটক করেছে।
খবরে তার নাম বা পরিচয় প্রকাশ করা হয় নি। তবে তার কাছে বিস্ফোরক এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র পাওয়া গেছে বলে পাকিস্তানের সংবাদ মাধ্যম জানিয়েছে। পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তারা দাবি করছেন, বেলুচিস্তানের চামান, পিশিন এবং কোয়েটায় সন্ত্রাসী এবং নাশকতামূলক তৎপরতা চালানোর জন্য তাকে পাঠানো হয়েছিল।
আটকের পর আরো জিজ্ঞাসাবাদের জন্য এবিএফ সদস্যকে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। গত মাসেও বেলুচিস্তান থেকে আফগান দুই গোয়েন্দা কর্মকর্তাকে আটক করা হয়েছিল।#
মূসা রেজা/৯