২৪ জানুয়ারি (রেডিও তেহরান): পারস্য উপসাগরে মার্কিন মেরিন সেনা আটকের ঘটনায় ইরানি সেনাদের প্রশংসা করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী। তিনি সেনা আটকের ঘটনোকে সময়োপযোগী ও প্রশংসনীয় সাহসী পদক্ষেপ বলে মন্তব্য করেছেন। ইরানের ইসলামি বিপ্লবী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র সদস্যরা গত ১২ জানুয়ারি মার্কিন সেনাদেরকে আটক করেন।
মার্কিন সেনাদের আটকের ঘটনায় জড়িত আইআরজিসি’র সদস্যরা আজ সর্বোচ্চ নেতার সঙ্গে দেখা করতে গেলে তিনি তাদের প্রশংসা করেন। আয়াতুল্লাহ খামেনেয়ী বলেন, আইআরজিসি’র সদস্যরা তাদের বিশ্বাস এবং সাহস থেকে সময়োপযোগী এ কাজ করতে সক্ষম হয়েছেন। একে তিনি ঐশী ঘটনা উল্লেখ করে বলেন, আল্লাহর ইচ্ছাতেই মার্কিন সেনারা ইরানি পানিসীমায় এসেছি এবং তারা ইরানের সেনাদের হাতে আটক হয়েছে।
মার্কিন সেনা আটকের পর আইআরজিসি’র নৌ শাখার কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী ফাদাভি জানিয়েছিলেন, ভুল করে তারা ইরানি পানিসীমায় ঢুকেছে এবং মার্কিন সরকার ক্ষমা চাওয়ার পর আটক ১০ সেনাকে মুক্তি দেয়া হয়।#
রেডিও তেহরান/এসআই/২৪