২৬ ফেব্রুয়ারি (রেডিও তেহরান): ইরানে আজ বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সংসদ ও বিশেষজ্ঞ পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী এ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেছেন।
স্থানীয় সময় সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়েছে এবং চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। তবে ভোটার উপস্থিতি বেশি হলে প্রয়োজনে ভোট দেয়ার সময় বাড়ানো হতে পারে। এবারে ২৯০ আসনবিশিষ্ট পার্লামেন্ট বা মজলিসে শূরায়ে ইসলামীর নির্বাচনের পাশাপাশি ৮৮ আসনবিশিষ্ট বিশেষজ্ঞ পরিষদ নির্বাচনও একই সঙ্গে অনুষ্ঠিত হচ্ছে। এ দুই নির্বাচনে প্রায় পাঁচ কোটি ৫০ লাখ ইরানি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৬,২২৯ প্রার্থী যাদের মধ্যে নারী প্রার্থী আছেন ৫৮৬ জন। অন্যদিকে বিশেষজ্ঞ পরিষদের জন্য মোট ১৬১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।#
রেডিও তেহরান/এআর/২৬