ইসলামি প্রজাতন্ত্র ইরান কাদর-এইচ এবং কাদর-এফ নামে আরো দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। ইকতেদার-ই-বেলায়াত নামে ইরান যে ক্ষেপণাস্ত্র মহড়া চালাচ্ছে তার অংশ হিসেবে বুধবার এ দুটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করা হয়।
ইরানের উত্তরাঞ্চলীয় আল-বুর্জ পর্বত থেকে এ ক্ষেপণাস্ত্র ছোড়া হয় এবং ১,৪০০ কিলোমিটার পাড়ি দিয়ে দেশের দক্ষিণ উপকূলের নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত করে। ইরানের ইসলামি বিপ্লিবী গার্ড বাহিনীর মহাকাশ বিভাগের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদেহ জানিয়েছেন, কাদর-এইচ ক্ষেপণাস্ত্রের পাল্লা হচ্ছে ১,৭০০ কিলোমিটার এবং কাদর-এফ ক্ষেপণাস্ত্রের পাল্লা ২,০০০ কিলোমিটার। #